স্বামী জ্ঞানপ্রকাশানন্দ
শ্রীরামকৃষ্ণের হাস্যময় মুখ কীভাবে নিঃসম্বল মানুষের ভবসাগর পারের সম্বল হতে পারে,তা আমরা দেখি গুরুদেবের জীবনের নানান ঘটনা থেকে। শ্রীরামকৃষ্ণের বাণী অন্তরে ধারণ করে আধ্যাত্মিক সম্পদে অসহায় মানুষও পরিপূর্ণ হয়ে মৃত্যুকে অতিক্রম করতে পারে। এই সব কাহিনী পড়ে আমরাও নিজেদের জীবন নির্ভার করতে পারি, সংসারের পাপ পঙ্কিলময় কর্ম থেকে মুক্তির পথ খুঁজে নিতে পারি।