দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রামে একটা ‘লাইক’ গৃহদাহের জন্য যথেষ্ট!
কথাটা হাড়েহাড়ে টের পেয়েছিলেন বিরাট কোহলি। নয়তো কেন অভিনেত্রী, তিনি কোনও কুশলী শিল্পী কিংবা ডাকসাইটে সুন্দরীও নন, তাঁর একটি ছবি ‘পছন্দ’ করেছিলেন বলে রীতিমতো তোলপাড় ওঠে সমাজমাধ্যমে? দানা বাঁধে প্রশ্ন: তবে কি অনুষ্কায় মন নেই? নাকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মতিভ্রম হয়েছে বিরাটের?