দ্য ওয়াল ব্যুরো: ট্রেন্ডটা সদ্য চালু হয়েছে। খেলাধুলো, বিনোদন কিংবা শিল্পজগৎ--যে-দুনিয়ারই হোন না কেন, সুশোভিত ফর্ম্যাল পোশাকে উইম্বলডনে গ্যালারিতে বসে টেনিসের দ্বৈরথ উপভোগ করাটা লাইফস্টাইল স্টেটমেন্টের অংশ মনে করছেন অনেক তারকা।
যদিও এই গড্ডলিকাপ্রবাহে হাঁটতে নারাজ শ্রেয়স আইয়ার। তাই নাইকির আমন্ত্রণে উইম্বলডন দেখতে যাওয়ার প্রস্তাবে ‘না’ করে দেন তিনি। অতিসম্প্রতি জিকিউ ইন্ডিয়াকে (GQ India) দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটার।