দ্য ওয়াল ব্যুরো: মঞ্চ বদলাল। কিন্তু দ্বৈরথের শিরোনাম পাল্টাল না।
প্রত্যাশা মেনেই উইম্বলডনের ফাইনালে ফের মুখোমুখি কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। ফরাসি ওপেনের পরে একজনের সামনে বদলা নেওয়ার সুযোগ। অন্যজন চাইবেন আধিপত্যকে ‘একচ্ছত্র’ করে তুলতে।
এক মাস আগেই প্যারিসে মুখোমুখি দুজন। শেষ হাসি হেসেছিলেন আলকারাজ। তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে জিতেছিলেন ফাইনাল। সেই ম্যাচ কালের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগেই ইতিহাসের অন্যতম সেরা টেনিস দ্বৈরথের তকমা পেয়েছে।