দ্য ওয়াল ব্যুরো: টেনিসের মতো একক দক্ষতানির্ভর খেলায় বনামের রাজনীতি তীব্র। বর্গ-ম্যাকেনরো, আগাসি-সাম্প্রাস, ফেডেরার-নাদাল পেরিয়ে সাম্প্রতিকতম সংযোজন কার্লোস আলকারাজ বনাম ইয়ানিক সিনার। প্রথম জন স্পেনের৷ দ্বিতীয় জন ইতালির৷ কোর্টের ধরন বদলে গেলে লড়াই আর আধিপত্যের চেহারা যায় পালটে। নাদাল যেমন ছিলেন ক্লে কোর্টের রাজা, ফেডেরারের দক্ষতা ঘাসে৷ ঠিক তেমনই সিনার-আলকারাজের দ্বৈরথও কোর্ট ভেদে আলাদা।
ফরাসি ওপেনে আলকারাজের অলৌকিক প্রত্যাবর্তন