দ্য ওয়াল ব্যুরো: জিতলেন টাইটেল, কিন্তু খেলবেন না মরসুমের অন্যতম বড় টুর্নামেন্টে। এথেন্সে (Athens) হেলেনিক চ্যাম্পিয়নশিপে (Hellenic Championship) ফাইনাল জিতে ১০১তম কেরিয়ার শিরোপা হাতে তুললেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। কিন্তু কয়েক ঘণ্টা পরেই জানালেন—চোটের জন্য এটিপি ফাইনালস (ATP Finals) থেকে নাম তুলে নিচ্ছেন তিনি।
শনিবার তিন ঘণ্টার লড়াইয়ে সার্বিয়ান তারকা হারিয়েছেন ইতালির (Italy) লোরেঞ্জো মুসেত্তিকে (Lorenzo Musetti)। স্কোরলাইন ৪-৬, ৬-৩, ৭-৫। এই জয়ের সুবাদে ওপেন এরা-য় সবচেয়ে বেশি হার্ডকোর্ট শিরোপাধারী হলেন জোকোভিচ—পেছনে ফেললেন রজার ফেডেরারকে (Roger Federer)।