দ্য ওয়াল ব্যুরো: পুরুষ টেনিসে এখন কার্যত দুই তারকার রাজত্ব—কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) আর ইয়ানিক সিনার (Jannik Sinner)। শেষ আটটা গ্র্যান্ড স্ল্যামই তাঁরা ভাগাভাগি করে নিয়েছেন। টানা তিনটি ফাইনালে মুখোমুখি। ফলে টেনিস দুনিয়া এই লড়াইকে নতুন প্রজন্মের ফেডেরার-নাদাল প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছে।'
এমন আবহেই উসকে উঠল বিতর্ক। কিংবদন্তি রজার ফেডেরার (Roger Federer) অভিযোগ তুলেছেন—গ্র্যান্ড স্ল্যামের আয়োজকরা নাকি ইচ্ছে করেই কোর্টের গতি বদলাচ্ছেন। যাতে আলকারাজ আর সিনারকে হারানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। তাঁদের ফাইনালে পড়ে নিশ্চিত সিলমোহর।