দ্য ওয়াল ব্যুরো: টেনিসের শট দিয়ে নয়, আলোচনার শুরুটা হয়েছিল হেয়ারকাট নিয়ে!
ডেভিড বেকহ্যামের স্টাইল মনে করিয়ে দেওয়া বাজ কাট। হাসিখুশি মুখে কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) যখন ইউএস ওপেন (US Open)-এর মঞ্চে নামলেন, তখনই বোঝা যাচ্ছিল, ফ্লাশিং মেডোয় এবার তিনি অন্য মুডে! কেতাদুরস্ত ক্যারিশমা ভেতরে ভেতরে যেন আত্মবিশ্বাসের বারুদ হিসেবে জমা হচ্ছে!