দ্য ওয়াল ব্যুরো: টেনিস দুনিয়ায় একদা তিন তারকার রমরমা ছিল—ফেডেরার, নাদাল, জোকোভিচ। দশকের পর দশক তাঁরা প্রতিপক্ষদের ছারখার করেছেন, গ্র্যান্ড স্ল্যাম ভাগ করে নিয়েছেন। টেনিস টুর্নামেন্ট, তা মাপে যেমনই হোক না কেন, মানেই বিগ থ্রি।
কিন্তু প্রজন্ম বদলেছে। ফেডেরার বিদায় নিয়েছেন। নাদাল চোটের সাঁড়াশি চাপে থামতে বাধ্য হয়েছেন। জোকোভিচ এখনও লড়ছেন বটে। কিন্তু বয়সের ধাক্কায় ঝাঁঝটা আর সেই আগের মতো জোরালো নেই।