দ্য ওয়াল ব্যুরো: উইম্বলডনে সস্ত্রীক দেখা গিয়েছে। কিন্তু থাকছেন কোথায়? টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর বিরাট কোহলির লন্ডন-প্রবাসের সাকিন-ঠিকানা নিয়ে অনুরাগী ও সংবাদমাধ্যমের কৌতূহল আগে থেকেই ছিল। অল ইংল্যান্ড ক্লাবে টেনিস দ্বৈরথ দেখতে হাজির হওয়ার পর পালে দ্বিগুণ হাওয়া লেগেছে।