দ্য ওয়াল ব্যুরো: উইম্বলডনের তৃতীয় রাউন্ডে দেশোয়ালি প্রতিদ্বন্দ্বী কেচামানোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে পরের ধাপে এগলেন নোভাক জকোভিচ। খেললেন দাপটের সঙ্গে। দু’ঘণ্টার আগেই লড়াই খতম। ফল ৬-৩, ৬-০, ৬-৪।
এই জয়ের সুবাদে উইম্বলডনের ঘাস কোর্টে একশোর বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন জকোভিচ। তালিকায় তাঁর আগে নাম লিখিয়েছেন মাত্র দুজন—পুরুষদের মধ্যে রজার ফেডেরার আর মহিলাদের বিভাগে মার্টিনা নাভ্রাতিলোভা!