দ্য ওয়াল ব্যুরো: ১১৪ বছর পর আবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ‘ডাবল বাগেল’! ইতিহাস গড়লেন ২৪ বছরের পোলিশ তারকা ইগা শিয়নটেক।
এতদিন দাপট ছিল স্রেফ ফ্রেঞ্চ ওপেনে। টেনিস দুনিয়া ডাকত ‘ক্লে কোর্টের রানি’ বলে। কিন্তু ঘাসে? সেভাবে জেল্লা দেখাননি। উইম্বলডনেই নাকি তাঁর দুর্বলতা। কেউ বলত: বলের বাউন্স কম। কারও যুক্তি: টপস্পিন চলে না, সেই গতি-ই নেই। নিজেও হয়তো একসময় সমস্ত সমালোচনা মেনে নিয়েছিলেন।
এবার সেই মিথটাই ভেঙে দিলেন। উইম্বলডনের ফাইনালে উঠলেন। আর আন্ডারডগ অ্যানিসিমোভাকে গুঁড়িয়ে দিলেন ৬-০, ৬-০-তে। মাত্র ৫৭ মিনিটে।