দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী-সাংসদ জয়া বচ্চন স্পষ্ট কথা বলার জন্য পরিচিত। ফের একবার তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা। নাতনি নব্যা নভেলি নন্দার পডকাস্ট ‘What The Hell Navya’-র এক পুরনো পর্বে জয়া বচ্চনকে দেখা গিয়েছে তরুণ প্রজন্মের উদ্বেগের জন্য ইন্টারনেটকেই দায়ী করতে।
পডকাস্টে খোলাখুলি আলোচনায় তিনি বলেন, “তোমাদের জেনারেশনের মধ্যে দেখা যায়—মেসেজের তড়িঘড়ি উত্তর দিতে হবে, কল ধরতে হবে... এইসব থেকে একরকম অনলাইন স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে আজকের প্রজন্ম। এটা অপ্রয়োজনীয় চাপ তৈরি করে এবং মানসিক উদ্বেগ বাড়ায়।”
#REL