দ্য ওয়াল ব্যুরো:মঙ্গলবার একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল আরসিবির হাত থেকে বেড়িয়ে যাবে ম্যাচ। অন্তত বিরাট কোহলির আউট হওয়ার পর সেরকমই মনে হচ্ছিল। কিন্তু এই ম্যাচের অধিনায়ক জিতেশ শর্মা (Jitesh Sharma)
দ্য ওয়াল ব্যুরো: ২৯ মে মুখোমুখি হবে বেঙ্গালুরু (RCB) ও পাঞ্জাব (PBKS)। যে জিতবে সে উঠে যাবে আইপিএল ২০২৫-এর (IPL 2025) ফাইনালে। মঙ্গলবার আরসিবি হারিয়ে দিল এলএসজিকে (LSG) , আর তার ফলেই নির্ধারিত হয়ে গেল শীর্ষ দুই দল। এই দুই দল হল পাঞ্জাব ও বেঙ্গালুরু।
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯০০০ রানের সীমা অতিক্রম করলেন। ২৭ মে, আইপিএল ২০২৫-এ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিরাট কোহলি এমন একটি রেকর্ড গড়েছেন, যা আগে কেউ করেননি। তিনি এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। মাত্র ২৪ রান করলেই হতো, যা তিনি সহজেই পূরণ করলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে এই রানের জন্য সবাই তাঁকে অভিনন্দন জানাচ্ছে।
দ্য ওয়াল ব্যুরো: ২৭ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে নামা ঋষভ পন্থের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। আইপিএলের প্রথম ১৩ ম্যাচে মাত্র একবারই দেখা মিলেছিল তাঁর হাফসেঞ্চুরির, যা নিয়ে উড়েছিল নানা আলোচনা ও প্রশ্নচিহ্ন। এমন পরিস্থিতিতে লখনউ দল আইপিএলের আগেই তাঁকে ছেড়ে দেওয়ার সম্ভাবনার খবরও ছড়ায়। কিন্তু ঋষভ নিজেই সোশ্যাল মিডিয়ায় গোপনে ক্ষোভ প্রকাশ করেন এবং শেষ পর্যন্ত মাঠে গিয়ে ব্যাট হাতে জবাব দেন।
দ্য ওয়াল ব্যুরো: আশ্রয়ের নাম শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)!
আর কারও কাছে যাই হোক না কেন, পাঞ্জাব কিংস শিবিরের (PBKS) অকুল পাথারে কাণ্ডারী হয়ে উঠেছেন এই দক্ষিণী ক্রিকেটার। গত বছর ছিলেন কলকাতায় (KKR)। দলকে আইপিএল (IPL) চ্যাম্পিয়ন করান। রেডিমেড টিম। তৈরি দল। তবু যোগ্য সমাদর পাননি বলে নিলামে অন্য টিমে চলে আসেন।
সেটাও কেমন টিম? যারা গত ১১ বছর আইপিএলের প্লে-অফেই ওঠেনি। গ্রুপের লড়াইয়ে ভাল খেলেও তীরে এসে তরী ডুবেছে। বছর গড়িয়েছে। তারকা ক্রিকেটার এসেছে, গিয়েছে। অধিনায়কের কুর্সি বদলেছে। নতুন মুখের আগমন-নিষ্ক্রমণ লেগে থেকেছে। কিন্তু ভাগ্য বদলায়নি!
দ্য ওয়াল ব্যুরো: বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) যাত্রার সঙ্গে তুলনা করা যায় ‘ভিনি-ভিডি-ভিসি’ প্রবাদের। বাস্তবিকই এই কিশোর প্রতিভা আইপিএলের বাইশ গজে এল, দেখল এবং জয় করল। গোটা বিশ্ব এখন বৈভব বন্দনায় মত্ত।
দ্য ওয়াল ব্যুরো: আজই শেষ হচ্ছে আইপিএল ২০২৫-এর গ্রুপ পর্ব। এর পর হবে কোয়ালিফায়ার আর এলিমিনেটর পর্বের ম্যাচ। আর তারপর ফাইনাল। অর্থাৎ আইপিএল ২০২৫ যে শেষ পর্বে চলে এসেছে এটা বলাই যায়। এই আবহে বিসিসিআই শুরু করে দিয়েছে সমাপ্তি অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব।