দ্য ওয়াল ব্যুরো: গতবার প্লে অফে ওঠা চারটি দলের মধ্যে একমাত্র আরসিবি এবার শেষ চারে জায়গা করে নিতে পেরেছে। এখনও আইপিএল খেতাব অধরা আরসিবির কাছে। বিরাট কোহলি এবার যে কোনও মূল্যে খেতাব জিততে চান। মরিয়া বিরাট এবার দুরন্ত ফর্মেও রয়েছেন। ৬০০-র উপর রান হয়ে গিয়েছে তাঁর। আজ সন্ধেয় কোয়ালিফায়ার-১-এ আরসিবির প্রতিপক্ষ পাঞ্জাব