দ্য ওয়াল ব্যুরো: ‘লড়াইকে শেষ পর্যন্ত নিয়ে যাও।‘
গুরু দীনেশ কার্তিকের (Dinesh Karthik) এই একটি মন্ত্রেই গতকাল আরসিবির নায়ক হয়ে উঠেছেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। লড়াই জিতে সাফল্যের স্বীকৃতি মেন্টরকেই দিলেন জিতেশ। পাশাপাশি তুলে ধরলেন বিরাট কোহলির (Virat Kohli) অবদান। দল হিসেবে আরসিবি (RCB) এখন কতটা এককাট্টা—বুঝিয়ে দিলেন তাও।