দ্য ওয়াল ব্যুরো: একটা সময় গোটা শহর মুখে মুখে ফিরত রুমকি-ঝুমকি জুটির নাম। মঞ্চ কাঁপানো সেই দুই বোনের গল্প আজ শুধুই স্মৃতি। প্রয়াত হলেন তনুশ্রী রায় ভট্টাচার্য—অভিনেত্রী দেবশ্রী রায়ের দিদি, যিনি ছোটবেলায় ‘ঝুমকি’ নামে পরিচিত ছিলেন। দেবশ্রী ছিলেন ‘রুমকি’। একসঙ্গে গান, নাচ আর মঞ্চে তাদের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হতো দর্শক। সেই সোনালী যুগের পর্দা নামল আজ চিরতরে।
#REL