দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের (SSC) মামলায় রাজ্য ও এসএসসির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-এর ডিভিশন বেঞ্চ। একক বেঞ্চের নির্দেশ বহাল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। পরীক্ষায় বসতে পারবেন না 'দাগি' চাকরিপ্রার্থীরা।
এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য যে রায় দিয়েছিলেন, তাকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য এবং এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)।