দ্য ওয়াল ব্যুরো: বাবার হাতে গুলিবিদ্ধ হলেন হরিয়ানার টেনিস খোলোয়াড় রাধিকা যাদব। বাড়িতেই গুলি করে খুন করেন তাঁর বাবা। ঠিক কী কারণে হত্যা, তা এখনও বুঝতে পারছে না পুলিশ। দেহ উদ্ধার করা হয়েছে, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা।
বৃহস্পতিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৭ এলাকায় ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁদের ফ্ল্যাটে এই হামলার ঘটনা হয়। সেখানে বাবা-মায়ের সঙ্গে একাই থাকতেন রাধিকা। অভিযোগ, নিজের রিভলভার থেকে পরপর তিনটি গুলি চালান খেলোয়াড়ের বাবা।
#REL