দ্য ওয়াল ব্যুরো: লর্ডসের মেরিলবোন ক্রিকেট ক্লাব মিউজিয়ামে (MCC Museum) ঠাঁই পেল শচীন তেন্ডুলকারের প্রতিকৃতি। তৃতীয় টেস্ট শুরুর আগে এই ছবির আনুষ্ঠানিক উন্মোচন হয়। যা দেখে আবেগ ধরে রাখতে পারলেন না ক্রিকেট কিংবদন্তি।
রেকর্ড আর পরিসংখ্যান বলছে, ক্রিকেটের মক্কায় কোনওদিনই সেভাবে দাপট দেখাতে পারেননি মাস্টার ব্লাস্টার। না নজরকাড়া ইনিংস, না তেমন কোনও স্মরণীয় শতরান। লর্ডস ব্যাটসম্যান শচীনকে বরাবর খালি হাতে ফিরিয়েছে।