দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট (Supreme Court) পথকুকুরদের (Stray Dogs) ধরপাকড়, নির্বীজকরণ ও আশ্রয়কেন্দ্রে রাখার বিষয় নিয়ে বড় নির্দেশ দিয়েছে। এই ইস্যুটি নিয়ে দেশজুড়ে বিতর্ক এখনও বহাল। তবে এরই মধ্যে কানপুরের (Kanpur) এক ভয়াবহ ঘটনা সামনে এল। রাস্তার কুকুরের কামড়ে (Dog Bite) প্রায় আধমরা অবস্থা হল এক তরুণীর। মুখে ১৭টি সেলাই পড়েছে তাঁর!