দ্য ওয়াল ব্যুরো: দিল্লি-এনসিআরজুড়ে পথকুকুর ধরপাকড় ও সেই সংক্রান্ত বিভিন্ন মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন আগের বেঞ্চের বিচারপতিরা। বুধবার শীর্ষ আদালত জানায়, এই মামলার দায়িত্ব দেওয়া হচ্ছে নতুনভাবে গঠিত একটি তিন সদস্যের বিশেষ বেঞ্চকে। আগামীকালই এই বেঞ্চ শুনানি শুরু করবে। বেঞ্চে থাকছেন বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এনভি আঞ্জারিয়া। আদালত স্পষ্ট জানিয়েছে, ‘যাঁরা আগের নির্দেশ দিয়েছিলেন, তাঁদের কেউ এই বেঞ্চে নেই।’