দ্য ওয়াল ব্যুরো: বহুদিন তাঁকে মিস করছিল দর্শক। এবার তিনি ফিরলেন আবার টেলিভিশনে। বাংলা ছোট পর্দার লক্ষ্মীপ্রতিমা মুখ অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। যাকে শেষ দেখা যায় জি-বাংলার ‘আলোর কোলে’ ধারাবাহিকে। ছোটপর্দার দর্শকের কাছে অভিনেত্রী পরিচিত কখনও ‘খেলাঘর’র পুর্ণা তো কখনও ‘মেয়েবেলা’র মৌ হিসাবে।