দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশনের চেনা মুখ প্রেরণা ভট্টাচার্য। অভিনয়ের পাশাপাশি তিনি এখন সোশ্যাল মিডিয়ারও প্রিয় মুখ। প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত ভাগ করে নিতে ভালোবাসেন, যেন পর্দার বাইরেও তাঁর জীবন একটা চলমান গল্প— হাসি, রোদ, বৃষ্টি, আর কিছু নির্ভেজাল উষ্ণতা। জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে ‘সাংভি’ চরিত্রে আজ যাঁকে সবাই চেনে, সেই প্রেরণার জীবনেও সম্প্রতি জমে উঠেছিল গুঞ্জন— নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি!
#REL