দ্য ওয়াল ব্যুরো: ঘুমের মধ্যে ভেঙে পড়ল ছাদ। অঘোরে মৃত্যু হল পাটনার একই পরিবারের পাঁচজনের। বিপজ্জনক বাড়ি ঘোষিত হয়েছিল আগেই, তাও সেখানে ওই পরিবারটি বসবাস করছিল বলে উঠছে অভিযোগ।
আখিলপুর থানার অন্তর্গত মানাস গ্রামের ঘটনা। মৃতদের নাম বাবলু খান, তাঁর স্ত্রী রোশন খাতুন, ছেলে মহম্মদ চাঁদ, মেয়ে রুখসার এবং কনিষ্ঠ কন্যা চাঁদনি। ওই বাড়িটি বহু বছর আগে ‘ইন্দিরা আবাস যোজনা’র আওতায় নির্মিত হয়েছিল। রক্ষণাবেক্ষনের অভাবে জরাজীর্ণ অবস্থায় ছিল। তবুও তার মধ্যেই ওই পাঁচজন কোনওমতে থাকছিলেন।
#REL