দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিশাল জনসভায় শুক্রবার অপ্রত্যাশিত দৃশ্য। বিহারের সভার মঞ্চের পিছনে বসে থাকতে দেখা গেল লালুপ্রসাদ যাদবের (lalu Prasad Yadav) দল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) দুই বিধায়ককে। ভোটের মুখে এই ঘটনা ঘিরে তীব্র কৌতূহল ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
মঞ্চে উপস্থিত ছিলেন নওয়াদা কেন্দ্রের আরজেডি (RJD MLA) বিধায়ক বিভা দেবী এবং রজৌলি কেন্দ্রের বিধায়ক প্রকাশ বীর। উল্লেখ্য, বিভা দেবী হলেন প্রাক্তন আরজেডি বিধায়ক রাজবল্লভ যাদবের স্ত্রী। সম্প্রতি একটি ধর্ষণ মামলায় আদালত রাজ বল্লভকে বেকসুর খালাস দিয়েছে।
#REL