দ্য ওয়াল ব্যুরো: বিহার (Bihar) জুড়ে আরজেডির (RJD) দুর্বল নির্বাচনী ফল নিয়ে যখন রাজনৈতিক মহল সরগরম, ঠিক তখনই লালু প্রসাদ যাদবের পরিবারে (Lalu Prasad Yadav Family) শুরু হয়েছে প্রকাশ্য টানাপোড়েন। তবে এই পরিস্থিতির মধ্যেই লালু স্পষ্ট জানালেন - পরিবারের সমস্যা পরিবারই মেটাবে।
সোমবার পাটনায় (Patna) দলের বিধায়কদের বৈঠকে সর্বসম্মতভাবে ছোট ছেলে তেজস্বী যাদবকে আরজেডির (RJD) বিধানমণ্ডল দলের নেতা নির্বাচিত করা হয়। বৈঠকে লালু তাঁর পারিবারিক ইস্যু প্রসঙ্গে বলেন, “এটা পুরোপুরি পরিবারের বিষয় (Family Matter)। পরিবারই মিটিয়ে নেব। দলকে ঐক্যবদ্ধ রাখাই এখন সবচেয়ে জরুরি।