দ্য ওয়াল ব্যুরো: বিহারের রাজনীতির কেন্দ্রবিন্দু এখন আর বিধানসভা নয়, রয়েছে লালু প্রসাদ যাদবের পরিবার। রবিবার আরও তীব্র হল আরজেডির অন্তর্কলহ। রোহিণীর পর লালুর আরও তিন মেয়ে, রাজলক্ষ্মী, রাগিনী এবং চন্দা হঠাৎই পাটনার সরকারি বাসভবন ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা দিলেন। সন্তানদের নিয়েই বিমানবন্দরে দেখা যায় তাঁদের।
এর ঠিক আগের দিনই রাজনীতির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে পরিবারকেও ‘ত্যাগ’ করেছেন রোহিণী আচার্য। ২০২৫ সালের বিধানসভা ভোটে আরজেডির ভরাডুবির পর (মাত্র ২৫টি আসন) তেজস্বী যাদবকে সরাসরি দায়ী করেন দিদি, তারপরই তাঁর ওপর জুতো ছোড়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।