শুভদীপ বন্দ্যোপাধ্যায়
পৃথুলা চেহারাকেই তিনি করে তোলেন নিজের জনপ্রিয়তার কারণ। ভীষণ ভারী চেহারার মহিলারা চিরকালই বডি শেমিং-এর শিকার হন। কিন্তু এই নারী নিজের স্থুলকায় চেহারাকে করে তুলেছিলেন তাঁর ইউএসপি। নারীর ললিত লোভন রূপ তাঁর শরীরে ভগবান না দিলেও তিনি পিছিয়ে থাকেননি। তিনি যা, তিনি সেভাবেই দর্শকের সামনে এসেছেন ও মন ভরিয়েছেন দীর্ঘ সময়।
তিনি পর্দায় এলেই ছুটত হাসির ফোয়ারা। প্রজন্মের পর প্রজন্ম আজও তাঁর কমেডি অভিনয়ের ভক্ত। টুনটুন এতটাই জনপ্রিয় হয়েছিলেন বলিউডে, যে পরবর্তীকালে মেয়েদের ভারী চেহারা মানেই তা হয়ে উঠেছিল টুনটুনের সমার্থক।