দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষায় কথা বলাই কি ‘অপরাধ’? শুধুমাত্র সেই ভাষা বলার জন্যই কি কেউ হয়ে উঠবেন ‘বাংলাদেশি’? এ প্রশ্নই ফের সামনে এল হুগলির এক পরিযায়ী শ্রমিকের অভিজ্ঞতায়।
হুগলির চুঁচুড়া-২ ব্লকের রবীন্দ্রনগরের বাসিন্দা দেবাশিস দাস কাজের সূত্রে (Hooghly workers) গিয়েছিলেন ওড়িশায় (Odisha)। কিন্তু সেখানেই তাঁকে বাংলাদেশি সন্দেহে আটক করে স্থানীয় পুলিশ (Harassment on the suspicion of 'Bangladeshi')। পরিবারের দাবি, সমস্ত বৈধ নথি দেখানোর পরেও পুলিশ তাঁকে এবং তাঁর সহকর্মীদের ছাড়েনি।