দ্য ওয়াল ব্যুরো: সেন্ট্রাল মেট্রোয় ঝাঁপ ব্যক্তির। বন্ধ হল আংশিক পরিষেবা। নাকাল যাত্রীরা।
কলকাতা মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা। শনিবার বেলা ১২টা নাগাদ সেন্ট্রাল স্টেশনে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোয় ঝাঁপ দেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় বিদ্যুৎ। শুরু গয় উদ্ধারকাজ।
#REL
এর জেরে আপ এবং ডাউন, দু'দিকেই বন্ধ হয়ে যায় পরিষেবা। আপাতত ভাঙা পথে মেট্রো চলছে। দক্ষিণ দিক থেকে কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত এবং উত্তর দিক থেকে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্তই চালু রয়েছে পরিষেবা। মাঝের স্টেশনগুলি বন্ধ রয়েছে।