দ্য ওয়াল ব্যুরো: ওসি, আইসি-র পর এবার এসপি পদে বড় রদবদল। ১০ জেলার এসপি (SP) বদল করল নবান্ন (Nabanna)।
বুধবার সন্ধ্যায় রাজ্য পুলিশের (West Bengal Police) বদলি সংক্রান্ত একটি নির্দেশিকা সামনে এসেছিল যেখানে একযোগে ১৭৫ জন পুলিশ পদাধিকারীকে বদলি করা হয়েছিল। বৃহস্পতিবার ১০ জেলায় বড় বদল করল রাজ্য সরকার (State Govt)।