দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারই শেষ হয়েছে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া। এরপরই রাজ্যের আন-কালেক্টেবল (uncollectible forms) ফর্মের মোট সংখ্যা জানা গেল।
বৃহস্পতিবার বিকেল ৪টে পর্যন্ত রাজ্যে আন-কালেক্টেবল ফর্মের সংখ্যা ৫৮ লক্ষর কিছু বেশি ছিল। এদিন কমিশনের (Eelction Commission) প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে গোটা রাজ্যে আন-কালেক্টেবল ফর্মের মোট সংখ্যা ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১টি। অর্থাৎ এই বিপুল সংখ্যক নাম এবার ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে।
#REL