দ্য ওয়াল ব্যুরো: আইনি লড়াই, একের পর এক শুনানি, অপেক্ষা আর আশার পর শেষমেশ ভেঙে পড়ল হাজার হাজার চাকরিহারা শিক্ষকের স্বপ্ন (SSC 2016 Job Cancellation)। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল— এই নিয়োগ ‘সম্পূর্ণ বেআইনি’। রাজ্য সরকারের রিভিউ পিটিশনও খারিজ। অর্থাৎ, হাই কোর্টের রায়েই সিলমোহর সর্বোচ্চ আদালতের।
এই রায়ের পরই ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকরা। তাঁদের কথায়, “বিচার নয়, বলির পাঁঠা বানানো হল আমাদের। দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতে আমাদের বলি দেওয়া হল।”
#REL