দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের সুকমা জেলায় শনিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করল ২৩ জন কুখ্যাত মাওবাদী। পুলিশের দাবি, আত্মসমর্পণকারীদের মাথার দাম ছিল মোট ১ কোটি ১৮ লক্ষ টাকা। আত্মসমর্পণের এই ঘটনা নিঃসন্দেহে একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
জেলা পুলিশ সুপারের দফতরে আত্মসমর্পণ করে তারা এদিন। জানা গিয়েছে, এই মাওবাদীদের মধ্যে বেশ কয়েকজন উচ্চপদস্থ ক্যাডার রয়েছে, যাদের প্রত্যেকের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা করে। বাকিদের বিরুদ্ধে ১ থেকে ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সূত্রের খবর, ২৩ জনের মধ্যে অনেকেই বস্তার অঞ্চলে ভয়াবহ হামলার সঙ্গে জড়িত।
#REL