দ্য ওয়াল ব্যুরো: পাটনার পরস হাসপাতালে ভয়াবহ গ্যাংওয়ারে গ্যাংস্টার চন্দন মিশ্রকে গুলি করে খুনের নেপথ্যে কীভাবে ছক কষেছিল দুষ্কৃতীরা, তা ধরা পড়ল এক নতুন সিসিটিভি ফুটেজে। বৃহস্পতিবার সকালে খুনের ঠিক আগে রাস্তায় দাঁড়িয়ে পাঁচ বন্দুকবাজকে শেষ মুহূর্তের আলোচনায় দেখা গিয়েছে এই ভিডিওয়।
দুই মিনিটের ফুটেজে দেখা যাচ্ছে, পাটনার একটি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে দু’জন, তাদের মধ্যে একজন হল ধৃত তৌসিফ বাদশা। কিছুক্ষণ পর সেখানে আরও তিনজন যোগ দেয়। রাস্তায় এক কোণে দাঁড়িয়ে কথাবার্তা চালায় পাঁচজনের দলটি। পুলিশের অনুমান, ওই সময়েই খুনের পরিকল্পনা চূড়ান্ত হয়।
#REL