দ্য ওয়াল ব্যুরো: নিজের ‘স্বাধীনতা’ উদযাপন করতে ৪০ লিটার দুধ ঢেলে স্নান করলেন সদ্য বিবাহবিচ্ছিন্ন এক যুবক! অসমের নলবাড়ির এই অদ্ভুত ঘটনা নিয়ে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া, ভাইরাল ভিডিও ঘুরছে নেট দুনিয়ার কোণে কোণে।
ভিডিওতে দেখা যাচ্ছে, নলবাড়ির বাসিন্দা মানিক আলী চারটি বড় বালতির সামনে দাঁড়িয়ে আছেন। প্রতিটি বালতিতে ১০ লিটার করে দুধ। সব মিলিয়ে ৪০ লিটার! এবং সেই সব দুধ নিজের গায়ে ঢেলে উদযাপন করছেন সদ্য পাওয়া মুক্তি। ভিডিওতে হাসিমুখে তাঁকে বলতে শোনা যায়— 'আজ থেকে আমি স্বাধীন!'