দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত বলিউডের প্রবাদপ্রতিম পরিচালক চন্দ্র বারোট। রবিবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শ্বাসযন্ত্রের জটিল রোগে ভুগছিলেন এই বর্ষীয়ান পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিংয়ের 'ডন থ্রি' নিয়ে বলিউডে উৎসাহ তুঙ্গে। ছবির শ্যুটিং এখন পুরোদমে চলছে। একদিকে রণবীরকে কেন্দ্র করে আগ্রহ, অন্যদিকে নতুন গুঞ্জন—এই ছবির খলনায়কের চরিত্রে কি তবে দেখা যাবে করণবীর মেহরাকে? প্রথমে এই চরিত্রে অভিনয়ের কথা ছিল বিক্রান্ত মাসের। তবে কয়েকদিন আগেই জানা যায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এরপর থেকেই নানা মহলে শুরু হয়েছে নতুন খলনায়কের জল্পনা।
দ্য ওয়াল ব্যুরো: ১৯৬২ সাল। তুষারের সাদা চাদরে মোড়া রেজাং লা তখন ছিল ভারতের প্রতিরক্ষার অতি গুরুত্বপূর্ণ অংশ। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮,০০০ ফুট উঁচুতে থাকা এই দুর্গম পাহাড় আজও মনে করিয়ে দেয় এমন এক সাহস আর আত্মত্যাগের কাহিনী, যা প্রতিটি ভারতীয়ের মনে আগুন জ্বালিয়ে দেয়।
দ্য ওয়াল ব্যুরো: চিত্রনাট্যকার ও পরিচালক বরুণ গ্রোভার সম্প্রতি তাঁর টেলিভিশন সফরের এক গোপন অধ্যায় শেয়ার করলেন। ‘মাসান’, ‘সুপারবয়েজ অফ মালেগাঁও’ এবং সাম্প্রতিক ছবি ‘হোমবাউন্ড’-এর মতো ছবি লেখার কৃতিত্ব রয়েছে তাঁর। কিন্তু যাত্রার শুরুটা হয়েছিল টেলিভিশনের কমেডি শোতে লেখালিখির মাধ্যমে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ‘ওয়ে! ইটস ফ্রাইডে!’ শোতে ফারহান আখতারের জন্য স্ক্রিপ্ট লিখতে গিয়ে তিনি এক বিস্ময়কর তথ্য জানতে পারেন, যা তাঁকে ছোটপর্দা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করে।
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে। সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে ‘ডন ৩’-এর শুটিং। শাহরুখ খানের হাত থেকে ‘ডন’-এর ব্যাটন তুলে নিয়েছেন রণবীর সিং। প্রথমে অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও, পরে সোশ্যাল মিডিয়ায় সেই শোরগোল থেমে যায়। যদিও অনেকের মতে, শাহরুখকে ছাড়া ডন ছবি মানা যায় না। অনেকেই আবার রণবীরকে পছন্দ করেছেন। অবশেষে এ বার মিলল শুটিং শুরু হওয়ার নির্দিষ্ট ইঙ্গিত।