দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ক্যালিফোর্নিয়ার (California) একটি রাস্তায় পাওয়া গেল এক অদ্ভুতদর্শন টেডি বিয়ার (Teddy Bear), যা দেখে মনে হচ্ছিল, যেন মানুষের চামড়া (Human Skin) দিয়ে তৈরি। ঘটনাটি ঘটে রোববার, একটি গ্যাস স্টেশনের পাশে বাসস্টপে, যেখানে ফুটপাথে বসে থাকা টেডি বিয়ারটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ ও স্থানীয় পুলিশ।
চামড়া সদৃশ একধরনের লেদারি আবরণে মোড়া ছিল খেলনাটি। এমনকি চোখের খোপ, নাক, ঠোঁট— সব কিছুই যেন মানুষের মতো, আর সেগুলো অত্যন্ত নিখুঁতভাবে সেলাই করা ছিল। দেখে মনে হচ্ছিল যেন কোনও মানুষের চামড়া তুলে সেটিকে টেডি বিয়ারে রূপান্তর করা হয়েছে!