দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের বিধান ভবনের সামনেই টেসলা চালিয়ে শহরবাসীকে রীতিমতো চমকে দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মঙ্গলবার টেসলার প্রথম ভারতীয় শোরুম উদ্বোধনের পরদিনই টেস্ট ড্রাইভে বেরোন তিনি। সাংবাদিক ও নিরাপত্তারক্ষীদের ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে সাদা রঙের একটি টেসলা গাড়ি চালাতে দেখা যায় তাঁকে।
ভিডিওতে দেখা গিয়েছে, টেসলার স্টিয়ারিং সামলে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন একনাথ শিন্ডে, আর সেই মুহূর্ত উপভোগ করছেন, তাও ভিডিওতেই স্পষ্ট। এই অভিজ্ঞতা সরাসরি সম্প্রচারও করেন এক্স-এ। ক্যাপশনে লেখেন, "ভারতে টেসলার প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার পরিদর্শন।"
#REL