দ্য ওয়াল ব্যুরো: এ দেশে পথচলা শুরু করল ইলন মাস্কের টেসলা। মুম্বইয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল জনপ্রিয় ইলেকট্রিক SUV মডেল Y। জানা গেছে আগামীতে আসছে মডেল ৩-ও।
মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের (BKC) বিলাসবহুল মেকার ম্যাক্সিটি মলে প্রথম ভারতীয় শোরুম উদ্বোধন করল টেসলা। কালো-সাদা কাচের আচ্ছাদনে ঘেরা দোকানে শোভা পাচ্ছিল আংশিক ঢাকা দেওয়া একটি Model Y, চারপাশে ছিল উৎসাহী জনতার ভিড়।
#REL