দ্য ওয়াল ব্যুরো: দেশের গাড়িপ্রেমীদের কাছে ‘টাটা সিয়েরা’ (Tata Sierra) মানে এক টুকরো ইতিহাস। নয়ের দশকে এই SUV-ই ছিল টাটা মোটরসের গর্ব, দেশীয় গাড়ি নির্মাণের আত্মবিশ্বাসের প্রতীক। সেই কিংবদন্তিই ফের ফিরছে। নভেম্বর মাসেই টাটা মোটরস নতুন সিয়েরা আনছে বাজারে। পুরনো নস্টালজিয়া আর আধুনিক প্রযুক্তির অসাধারণ সংমিশ্রণে ছুটবে প্রিয় চারচাকা।
ফের শুরু কিংবদন্তির যাত্রা