শুভঙ্কর চক্রবর্তী
“তুমিই কি এই ছবির স্টার?” — প্রশ্নটা শুনে লাজুক হাসি ফুটে উঠল ছোট মুখে। খুদে মেয়েটি ধীরে বলে উঠল, “হ্যাঁ।” একটু থেমে নিজেই যোগ করল, “জয়া আন্টি সব থেকে মিস্টি ছিল।” আর একেবারে সহজ সুরে, শিশুসুলভ আন্তরিকতায় বলে ফেলল, “তোমরা সবাই হলে গিয়ে ছবিটা দেখবে, কারণ তাতে আমি আছি।”