দ্য ওয়াল ব্যুরো: বাংলা-বাঙালির শ্রেষ্ঠ উৎসব দোরগোড়ায়। এমন সময়ে এক নতুন জল্পনা উঠে এসেছে বিজেপির অন্দর থেকে। দুর্গাপুজো শুরুর আগে পশ্চিমবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমেজের আবহে ঢুকে পড়েছেন বাংলার মানুষ। এই কি তাহলে মানুষের মনের কাছাকাছি যাওয়ার, সংযোগ স্থাপনের সুবর্ণ সুযোগ? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে।
বিজেপি সূত্রে রবিবার এমন এক খবর হাওয়ায় ভাসছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী ২০ সেপ্টেম্বর নদিয়ার রানাঘাটে জনসভা করতে পারেন। অন্যদিকে, অমিত শাহ কলকাতায় দু’টি দুর্গাপুজো উদ্বোধন করবেন, এমন সম্ভাবনা রয়েছে।