দ্য ওয়াল ব্যুরো: গজব বেইজ্জতি হ্যায় ইয়ার!
যাঁরা ‘পঞ্চায়েত’ দেখেছেন, তাঁদের কাছে এই ডায়লগটা বেশ চেনা। 'ফুলেরা' গ্রামের জামাই রাজাকে কে না চেনেন! নাম গণেশ, ওরফে আসিফ খান। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে শিরোনামে এসেছিলেন। ৩৪ বছরের এই অভিনেতাকে তড়িঘড়ি ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। চিকিৎসার পর এখন স্থিতিশীল তিনি। এই কঠিন মুহূর্তে পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন— জীবন খুবই ছোট, একে কখনও হালকাভাবে নেওয়া উচিত নয়।
#REL