দ্য ওয়াল ব্যুরো: ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ ও ‘পঞ্চায়েত’-এ অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা আসিফ খান হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দু’দিন আগে তিনি হার্ট অ্যাটাকের শিকার হন। এরপরই তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। ৩৪ বছর বয়সি এই অভিনেতা নিজেই ইনস্টাগ্রামে একটি হাসপাতালের ছবি পোস্ট করে ভক্তদের আশ্বস্ত করেছেন। জানিয়েছেন, এখন অনেকটাই ভা আছেন, ধীরে ধীরে সেরে উঠছেন।
#REL