দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের একটি নির্দেশ ঘিরে নতুন বিতর্কে উত্তাল রাজ্য। বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, এখন থেকে সিঙাড়া বা জিলিপির মতো খাবার খাওয়ায় আগল বসতে পারে। এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার এক সরকারি অনুষ্ঠানে এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় টুইট করেন, ‘এটা পশ্চিমবঙ্গ সরকারের কোনও বিজ্ঞপ্তি নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা সব বিষয়ে হস্তক্ষেপ করি না। আমরা এই নির্দেশ কার্যকর করব না।’
#REL