দ্য ওয়াল ব্যুরো: ‘বাঙালিদের গায়ে হাত দিলে কেটে নেওয়া হবে’! মালদহের তৃণমূল সভাপতির (Maldah TMC President) মন্তব্য চরম বিতর্ক সৃষ্টি হল। এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
সম্প্রতি দেশের একাধিক রাজ্যে বাঙালিদের হেনস্থা (Harassment of Bengaliees) করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জাতীয় স্তরে যেমন সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, তেমনই বাংলায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুটি নিয়ে মিছিল করেছেন। তবে মালদহের তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর (Abdur Rahim Boxi) মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে।