দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনের (Harassment of Bengaliees) প্রতিবাদে বুধবার রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস (TMC Rally)। এই কর্মসূচির নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনেকদিন পর এই মিছিলে দেখা যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধায়কেও (Abhisekh Banerjee)।
শাসক দলের দাবি, বিগত কয়েক মাসে একাধিক রাজ্যে বাংলাভাষী মানুষদের ‘বাংলাদেশি’ বলে অপমান করা হচ্ছে। কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যগুলিকে বারবার জানিয়েও কোনও ব্যবস্থা হয়নি। তাই এবার পথে নামার সিদ্ধান্ত।