শুভদীপ বন্দ্যোপাধ্যায়
বেঁচে থাকতে কেউ তাঁর খোঁজ রাখেনি। অথচ মারা যেতেই ভাইরাল হলেন তিনি। ঝুমকি রায়। আসল নাম তনুশ্রী রায় ভট্টাচার্য। ছয়-সাতের দশকের জনপ্রিয় শিশুশিল্পী জুটি 'রুমকি-ঝুমকি'র ঝুমকির আকস্মিক প্রয়াণে সঙ্গীত মহল ও অভিনয়ের জগৎ শোকসন্তপ্ত। কিন্তু জীবিতকালে ঝুমকি দেখে যেতে পারলেন না তাঁর মৃত্যুর পর তাঁর মরদেহ এত মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে! বেঁচে থাকতে তাঁর দিকে কেউ ফিরেও দেখেনি।