দ্য ওয়াল ব্যুরো: গলায় বিষধর কোবরা জড়িয়ে বাইক চালানোয় চরম মূল্য চোকাতে হল মধ্যপ্রদেশের এক ব্যক্তিকে। মর্মান্তিক ঘটনার শিকার ৩৫ বছরের দীপক মহাবর। পেশায় ছিলেন একটি কলেজের অস্থায়ী কর্মী এবং পাশাপাশি পেশাদার সাপুড়ে হিসেবে কাজ করতেন।
জানা গিয়েছে, দীপক দীর্ঘদিন ধরে সাপ ধরতেন এবং বহুবার বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধার করেছেন। দাবি করা হচ্ছে, তিনি নাকি ইতিমধ্যেই হাজারেরও বেশি সাপকে রক্ষা করেছেন। সম্প্রতি কোবরা উদ্ধার করেন একটি জায়গা থেকে এবং সেটিকে কাচের একটি পাত্রে রেখে দেন। উদ্দেশ্য ছিল, শীঘ্রই শুরু হতে চলা শ্রাবণ মাসের শোভাযাত্রায় ওই সাপটি প্রদর্শন করা।
#REL