দ্য ওয়াল ব্যুরো: দেহ ব্যবসায় নামতে অস্বীকার করায় এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করলেন তাঁর লিভ-ইন সঙ্গী। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের আম্বেদকর কোনাসীমা জেলার সিদ্ধার্থ নগরের। মৃত তরুণীর নাম ওলেতি পুষ্পা, বয়স ২২।
পুলিশ জানিয়েছে, পুষ্পা তাঁর স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে গত ৬ মাস ধরে শেখ শাম্মা নামে এক যুবকের সঙ্গে লিভ-ইনে থাকছিলেন। রাজোলু মণ্ডল নামে এক ব্যক্তির বি সাভারাম গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা।
#REL