দ্য ওয়াল ব্যুরো: বিহারে স্কুল-কলেজের পরিচালন সমিতি থেকে লোকসভা, বিধানসভা, যে কোনও নির্বাচনেই প্রার্থীর জাত অন্যতম বিচার্য। ওই রাজ্যের সমাজ থেকে প্রশাসন সর্বত্র উচ্চবর্ণের দাপট থাকলেও ভোটের ময়দানে দেবতার মর্যাদা পান নিম্নবর্ণের মানুষ। বুধবার জাতের ইস্যুতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর দল জনতা দল ইউনাইটেডকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। আরজেডি সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের পুত্র তেজস্বীর সাফ কথা, নীতীশ কুমার পিছনে বর্গের নেতা হতে পারেন, কিন্তু তাঁর দল চলে উচ্চবর্ণের কথায়। বুধবার তেজস্বী পার্টনার অদূরে রাঘোপুরে মনোনয়নপত্